আড়াই কেজির ওজনের জোড়া ইলিশের দাম ১২ হাজার টাকা
- আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ২টি ইলিশ মাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে জাল ফেলার পর রাত ৯টার দিকে মাছ দুটি ধরা পড়ে।
জেলের কাছ থেকে ছয় হাজার টাকায় মাছ দুটি কিনে নেন টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার মাছ ব্যবসায়ী মোজাহার আলম। শুক্রবার সকালে বাজারে জোড়া ইলিশের দাম হাঁকেন ১২ হাজার টাকা।
স্থানীয় মৎস্যজীবীরা সন্ধ্যায় প্যারাবনসংলগ্ন নাফ নদীতে রাতে ধরা পড়ে প্রায় আড়াই কেজি ওজনের বড় দুটি ইলিশ। রাতেই মাছ দু’টি টেকনাফ পৌরসভার বাসস্টেশন মাছ বাজারে আনা হলে মাছ ব্যবসায়ী ৬ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন।
শুক্রবার সকালে বাজারে মাছ দুটির দাম হাঁকাচ্ছেন ১২ হাজার টাকা।
ব্যবসায়ীরা জানান, বাজারে এখন দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে আড়াই কেজির ইলিশ খুব কমই ধরা পড়ে।
বড় আকৃতির ইলিশ দুটি দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এমন বড় ইলিশ তো আর প্রতিদিন দেখতে পাওয়া যায় না।




















