অবৈধ সম্পদ অর্জনের দৌড়ে স্বামীর চেয়ে স্ত্রী এগিয়ে
- আপডেট সময় : ০৮:৪৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে
স্বামী প্রকৌশলী ও স্ত্রী রাজস্ব কর্মকর্তা
দুর্নীতি করে কাড়ি কাড়ি টাকা,
উদ্দেশ্যে বিদেশে পারি দিয়ে সুখে-শান্তিতে বসবাস
অবৈধ টাকা উপার্জনের প্রতিযোগিতায় নেমেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক বদরুন নাহার এবং তার স্বামী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। দু’জনই সাবেক কর্মকর্তা।
এই দৌড়ে স্বামীর চেয়ে স্ত্রী এগিয়ে রয়েছেন।
এনবিআরের সাবে সহকারী পরিচালক বদরুন নাহারের বিরুদ্ধে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আর স্বামী কবির আহমেদের মামলার অভিযোগে বলা হয়, তার ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে তিনি সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন। তিনি ২০১৪-১৫ করবর্ষ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত ২০ লাখ ৬৯ হাজার টাকা ব্যয় দেখান। পারিবারিক ব্যয়সহ তাঁর অর্জিত সম্পদের পরিমাণ তিন কোটি ৬৬ হাজার টাকা।
তার সম্পদ যাচাই করে বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় এক কোটি ৯১ লাখ ৭৫ হাজার টাকার। বাকি এক কোটি আট লাখ ৯০ হাজার টাকা মূল্যের সম্পদের বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।
অপর মামলার এজাহারে বলা হয়, বদরুন নাহার তার সম্পদ বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ করেন। সম্পদ বিবরণী যাচাই করে তার নামে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের সম্পদের সন্ধান পায় দুদক।
স্বামী-স্ত্রীর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১ জুলাই) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করেন।




















