অক্টোবরে পদ্মা সেতু হয়ে কলকাতায় যাবে মৈত্রী এক্সপ্রেস
- আপডেট সময় : ০৯:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ৪০৪ বার পড়া হয়েছে
১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার কমলাপুর থেকে কোন ট্রেন ছেড়ে পদ্মাসেতুর দিয়ে ট্রেন পৌছাবে ভাঙ্গায়
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
অক্টোবর থেকেই পদ্মা সেতু হয়ে কলকাতায় যাবে মৈত্রী এক্সপ্রেস।তাতে কলকাতার দূরত্ব কমবে ১০০ কিলোমিটার।
আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কমলাপুর থেকে কোন ট্রেন ছেড়ে পদ্মাসেতুর দিয়ে ট্রেন পৌছাবে ভাঙ্গায়।
পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে যাত্রীসহ ট্রেন চলাচল শুরু হবে। এমন পরিকল্পনা নিয়েই প্রস্তাবনা তৈরি করেছে রেলভবন।
রেলভবনের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে পদ্মা সেতু হয়ে ৬টি যাত্রীবাহি ট্রেন চলাচল করবে। তারমধ্যে মধ্যে খুলনা-ঢাকা রুটের দুটি আন্তঃনগর ট্রেন, সুন্দরবন ও চিত্রা, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমান রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।
ঢাকা-কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসও রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢুকবে।
রেলভবন সূত্রের খবর, পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের জন্য ৬টি ট্রেন ঠিক করে প্রস্তাবনা তৈরি করা হয়েছে। খুব দ্রুতই প্রস্তবনা অনুযায়ী চূড়ান্ত করা হবে এবং পদ্মা সেতু দিয়ে কোন ট্রেনগুলো চলবে।
অভ্যন্তরীণ রুটে রাজশাহী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকেও রাজশাহী থেকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচলকারী মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আনা হবে।
বঙ্গবন্ধু সেতু দিয়ে সিডিউল না পাওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিশ্রুতি দেওয়া পাবনা এক্সপ্রেস চালু করা সম্ভব হচ্ছে না। একই কারণে চালু করা যাচ্ছে না বুড়িমারী এক্সপ্রেসও।
রেলভবন সূত্র বলছে, পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে বঙ্গবন্ধু সেতু দিয়ে স্লট খালি হবে। তারপরই কেবল এ রুটে নতুন ট্রেন চালু করা সম্ভব হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার জানিয়েছেন, আমরা একটা প্রস্তাবনা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠিয়েছি। যমুনা সেতু দিয়ে চলাচল করা কিছু ট্রেন পদ্মা সেতু হয়ে চলবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত দীর্ঘ ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মিত হচ্ছে।
এরমধ্যে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ নির্মাণ শেষে চলতি মাসের ৭ সেপ্টেম্বর ঢাকা-ভাঙ্গা ট্রায়ালরান সম্পন্ন হয়েছে। এরপরও এ পথে বেশ কয়েকবার পরীক্ষামূলক ট্রেন চালায় রেলমন্ত্রক।




















