শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৮০ লাখ মানুষ টিকা পাবেন
- আপডেট সময় : ১০:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
“এবারের টিকা কর্মসূচিকে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কাছে নেওয়া হচ্ছে। সেসব এলাকায় বয়স্ক আছেন কিন্তু কেন্দ্রে যেতে পারেন না, তাদের অগ্রাধিকার থাকবে”
২৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ফের গণটিকা কর্মসূচি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার
কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠকে এতথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গণটিকা কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেশজুড়ে ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ৪৩৩টি ওয়ার্ডে টিকা কেন্দ্র
স্থাপন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ৩টি, পৌরসভায় ১টি এবং সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রে ৩টি করে বুথ থাকবে।
জাহিদ মালেক আরও জানান, টিকার জন্য নিবন্ধন করেছেন তাদেরকে এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। গণটিকার পাশাপাশি নিয়মিত টিকা কর্মসূচিও চলবে। এখন প্রতিদিন ৬ লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে।
গত ৭ আগস্ট সরকার ঘোষিত গণটিকা পাঁচ দিন চলেছিলো। টিকার সংকটের কারণে সেই কার্যক্রম আর চালু রাখা সম্ভব হয়নি। সেই সময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলেই গণটিকা কর্মসূচি নিয়ে ভাববে সরকার।
দেশে শনিবার পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।
প্রথম ডোজ টিকা নিয়েছেন ২কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।




















