সংবাদ শিরোনাম ::
শিখা পাল-এর কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
চলার পথের দিশারি
কবি শঙ্খ ঘোষের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি
তোমাকে দেখেই শিখেছি আমরা
প্রতিবাদ কাকে বলে ;
তোমার হাতে উঠলে কলম
আগুনের শিখা জ্বলে ।
বোধের ঘরে বিকিয়ে না যেয়ে
শিরদাঁড়া সোজা রেখে ,
মসি কে তুমি উর্ধ্বে রেখেছ
অসি কে রেখেছ ঢেকে ।
শত আঘাতে-ও হওনি ন্যুব্জ
তুমি -ই বটবৃক্ষ ;
দু হাত পেতে চাইছি আমরা
তোমার কাছে সখ্য ।
অশান্ত সাগর – ঝঞ্জা মাঝে
তুমি -ই নাবিক অপ্রতিরোধ্য,
আঘাত করে ভাঙবে তোমায়
নয়তো কারো সাধ্য ।
জটিলতা-র দ্বন্দ্ব ছেড়ে
তোমার ছায়ায় থাকতে দিও,
চলার পথের দিশারি হয়ে
একটু আমার প্রণাম নিও।।




















