রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন
- আপডেট সময় : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে সংঘটিত এ আগুনে প্রায় ৪০০টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্যাম্পের ডি-৪ ব্লকের শত শত রোহিঙ্গা পরিবার এক মুহূর্তে তাদের সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, একটি লার্নিং সেন্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘর ও শেডে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ এলাকা গ্রাস করে নেয় আগুন। রোহিঙ্গা নেতা নুর মোহাম্মদ জানান, বহু পরিবার তাদের ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি। আহতের সংখ্যাও নিশ্চিত নয়। তবে অগ্নিকাণ্ডের ফলে বিপুলসংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, যা ক্যাম্পে নতুন করে মানবিক সংকট তৈরি করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বারবার এমন ঘটনায় ক্যাম্পের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।



















