যুক্তরাষ্ট্রে ‘নো এন্ট্রি’ ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় আরও পাঁচ দেশ যুক্ত করলেন ট্রাম্প
- আপডেট সময় : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
ফের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এক ঘোষণায় জানানো হয়, ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরও পাঁচটি দেশের নাম যুক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর ফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি ফিলিস্তিনের নাগরিকদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন ঠেকাতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত জুন মাসে ট্রাম্প প্রশাসন ১২টি দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই তালিকায় ছিল ইরান, আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।
গত মাসে আফগান নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। তালিবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা আফগানদের পুনর্বাসন কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করার ঘটনায় এক আফগান নাগরিকের সম্পৃক্ততার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া নাইজেরিয়াসহ আরও বেশ কয়েকটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে প্রথমবার ক্ষমতায় এসে ট্রাম্প সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।




















