সংবাদ শিরোনাম ::
ময়ূখ ব্যানার্জীর জন্মদিন
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ২২৭ বার পড়া হয়েছে
ময়ূখের জন্মদিন আজ। বন্ধুদের নিয়ে এদিনটিতে আনন্দঘন পরিবেশে সময় কাটায় ময়ূখ।
সারাবছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকে সে। মায়ের কাছে কত বায়না তার। মাও সাধ্যানুযায়ী
তার বায়না মেটান। ময়ূখের মা স্বনাধন্য বাচিক শিল্পী এমিলী ব্যানার্জী। সাংস্কৃতিক জগতের
বাসিন্দা। একাধারে উপস্থাপক, বাচিক শিল্পী এবং সংগঠক। মায়ের একমাত্র আদরের সন্তান
ময়ূখ। তাকে ঘিরে হাজারো স্বপ্ন। প্রতিবছরই জন্মদিনে বন্ধুদের নিয়ে কেক কাটা থেকে শুরু করে

খাবার-দাওয়া সবই করে থাকে ময়ূখ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে
ময়ূখ কেক কাটে। তারপর বন্ধুদের হৈ হুল্লুড় করে সময় কাটায়।
























