ভারী ভর্ষণে বিপর্যস্ত শিমলা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ভূমিধ্বসে হিমাচলে মৃত অন্তত ৬০
- আপডেট সময় : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
রবিবার রাত থেকে ভারী বর্ষণে ভূমি ধসের জেরে হিমাচল প্রদেশের জনজীবন বিপর্যস্ত। বৃষ্টি আর বন্যা পরিস্থিতি এবং ধসের কারণে চার দিনে হিমাচল প্রদেশে অন্তত ৬০ জন মারা গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫৮। শিমলায় ধসের কারণে দু’জনের মৃত্যু হয়েছে।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার রাতে শিমলায় বৈঠকে বসেছিলেন। হিমাচলের পরিস্থিতি খতিয়ে দেখার পর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ বুধবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকতে পারে।
হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডেও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুই রাজ্যের বিক্ষিপ্ত এলাকায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও।
কয়েক বছর ধরে ভারত এবং প্রতিবেশী পাকিস্তান ও নেপালের পাহাড়ে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ এই প্রবল বৃষ্টি। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
হিমাচল প্রদেশে ভূমিধসের ধ্বংসযজ্ঞটি মারাত্মক ছিল। ধসের পর পাথর ও গাছের নিচে চাপা পড়ে বাড়ি-ঘর, রাস্তায় ধরে ফাটল, ভেঙে পড়ে বিদ্যুৎ ও রেলওয়ে নেটওয়ার্ক।



















