বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে মন্তব্যের পর ভারতে মুসলিম অভিনেতা কেআরকের গ্রেফতার, বিতর্ক তুঙ্গে
- আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
টি–২০ বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সম্ভাব্য সিদ্ধান্তকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ক্রিকেট অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। এ ইস্যু শুধু খেলাধুলার পরিসরে সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার দিকেও মোড় নিচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতের মুসলিম অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল আর খান, যিনি কেআরকে নামে পরিচিত, গ্রেফতার হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মুম্বাই পুলিশ কেআরকেকে গ্রেফতার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করছেন অনেকে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, কেআরকের গ্রেফতারের পেছনে মূল কারণ তার সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট সংক্রান্ত অবস্থানকে সমর্থন করেছেন এবং ভারতের ভূমিকার সমালোচনা করেছেন।
সমালোচকদের মতে, যে অভিযোগে কেআরকেকে গ্রেফতার করা হয়েছে, সেটি প্রায় এক সপ্তাহ আগের ঘটনা এবং এ নিয়ে তখন কোনো সক্রিয় আইনি পদক্ষেপ দেখা যায়নি। কিন্তু ২২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে মন্তব্য করার পরই তিনি প্রশাসনের নজরে আসেন। এ কারণেই অনেকের প্রশ্ন গ্রেফতারটি কি কেবল আইনশৃঙ্খলা রক্ষার অংশ, নাকি মতপ্রকাশের প্রতিক্রিয়া?
২২ জানুয়ারির পোস্টে কেআরকে লেখেন, অবশেষে ক্রিকেটের জগৎও ধ্বংসের প্রান্তে। বাংলাদেশ টি–২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি পাকিস্তানও বহু বছর ধরে ভারতে খেলছে না।

এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
অনেক পর্যবেক্ষকের মতে, নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করা ভারতের ক্রিকেট কর্তৃপক্ষ ও সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তন বা টুর্নামেন্ট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি।
কেআরকের গ্রেফতার এবং তার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে আলোচনায় এনেছে, ভারতে খেলাধুলা ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক কতটা গভীর এবং মতপ্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত।
উল্লেখ্য, ১৯৭৫ সালে উত্তরপ্রদেশের দেওবন্দে জন্মগ্রহণ করেন কামাল আর খান। ২০০০ সালের দিকে তিনি বিনোদন জগতে যুক্ত হন। প্রথম দিকে চিত্রনাট্য লেখালেখির পর অভিনয়ে নামেন। ‘দেশদ্রোহী’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। পরে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেন। বর্তমানে তিনি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ফিল্ম সমালোচক হিসেবে পরিচিত এবং নানা মন্তব্যের কারণে প্রায়ই বিতর্কে জড়ান।
এই ঘটনায় দক্ষিণ এশিয়ার ক্রিকেট, রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।



















