ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামায়াত নিষিদ্ধ হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১০:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৪৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নির্বাহী আদেশে আজ বুধবার থেকেই বাংলাদেশে নিষিদ্ধর তালিকায় স্থান পাবে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলাম ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক নিজ দপ্তরে সাংবাদিকদের এতথ্য জানিয়ে বলেন, এদিন বিকাল নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাত পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত কিছু জানা সম্ভব হয়নি। এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় ১৪ দলীয় জোট।

বৈঠক শেষে জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্তের কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সেটি অত্যন্ত স্পষ্ট। প্রধানমন্ত্রীও আমাকে নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যে ব্যবস্থা নিতে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনি প্রক্রিয়ায় হবে।

আইনমন্ত্রী বলেন, সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে জামায়াত, বিএনপি, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের যারা জঙ্গি, তারাই কোটা আন্দোলন ঘিলে সহিংসতা করেছে। জামায়াত যদি নিষিদ্ধ করা হয়, তাহলে দেশের আইনশৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের ওপর আক্রমণ হয়েছে, এর পেছনে জামায়াত-শিবির রয়েছে।

এ বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন আছে। এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত-শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামায়াত নিষিদ্ধ হচ্ছে

আপডেট সময় : ১০:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

 

নির্বাহী আদেশে আজ বুধবার থেকেই বাংলাদেশে নিষিদ্ধর তালিকায় স্থান পাবে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলাম ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক নিজ দপ্তরে সাংবাদিকদের এতথ্য জানিয়ে বলেন, এদিন বিকাল নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাত পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত কিছু জানা সম্ভব হয়নি। এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় ১৪ দলীয় জোট।

বৈঠক শেষে জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্তের কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সেটি অত্যন্ত স্পষ্ট। প্রধানমন্ত্রীও আমাকে নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যে ব্যবস্থা নিতে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনি প্রক্রিয়ায় হবে।

আইনমন্ত্রী বলেন, সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে জামায়াত, বিএনপি, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের যারা জঙ্গি, তারাই কোটা আন্দোলন ঘিলে সহিংসতা করেছে। জামায়াত যদি নিষিদ্ধ করা হয়, তাহলে দেশের আইনশৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের ওপর আক্রমণ হয়েছে, এর পেছনে জামায়াত-শিবির রয়েছে।

এ বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন আছে। এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত-শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন।