ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে সেনা ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযান পরিচালনা করে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশ। অভিযানে আটক হন ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে বাদল সরকার (৫২), যার বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
অভিযানকালে বাদল সরকারের বসতবাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার, হ্যাকসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম।
সেনা সূত্র জানিয়েছে, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরির তথ্য ও অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা গেছে, বাদল সরকার নিয়মিতভাবে নিজস্ব ওয়ার্কশপে অস্ত্র তৈরি করতেন এবং এগুলো ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করা হতো। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে।
মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আটক আসামিকে উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ আইনি প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।
সেনা ক্যাম্প সূত্র আরও জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষিতে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রসহ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



















