প্রেসেঞ্জার সম্মেলনে ব্রাসেলস গেলেন ঢাকা ব্যুরোর প্রতিনিধি দল
- আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে
ব্রাসেলস ও প্যারিসে অনুষ্ঠিতব্য প্রেসেঞ্জা’র আন্তর্জাতিক সভায় অংশ নিতে ঢাকা ব্যুরোর তিন সদস্যের প্রতিনিধি দল ৫ নভেম্বর ভোরে ব্রাসেলসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ৬ ও ৭ নভেম্বর সভাটি হবে ব্রাসেলসে এবং ৮ ও ৯ নভেম্বর প্যারিসে।
প্রতি বছর আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জা বিশ্বের পাঁচটি মহাদেশের সম্পাদকীয় দলকে নিয়ে তৃণমূল সাংবাদিকতা, অনুবাদ দক্ষতা এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে কাজ করে। এবারের সভায় ইউরোপে বিবেকপ্রসূত আপত্তির বর্তমান অবস্থা এবং আরব বিশ্বের সংঘাতময় প্রেক্ষাপটে অহিংস সাংবাদিকতা নিয়ে আলোচনা হবে।
এশীয় দৃষ্টিকোণ আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হওয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন আয়োজকরা।
ঢাকা ব্যুরোর প্রতিনিধি দলে রয়েছেন নির্বাহী সম্পাদক (অনারারি) ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মইনুল হাসান সোহেল, প্রশাসনিক প্রধান মোহাম্মদ কাওসার আহমেদ এবং প্রদায়ক মো. মিজানুর রহমান তালুকদার পাশা।




















