নিজে কাঁচি চালিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেন সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন
- আপডেট সময় : ০৫:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৮৯ বার পড়া হয়েছে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন : ছবি সংগৃহীত
অপমান সহ্য করতে না পেরে একজন শিক্ষার্থী সোমবার অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের প্রধান ফেরদৌস হিমেল। ফারহানা ইয়াসমিনকে ‘স্থায়ী অপসারণের দাবীতে আন্দোলন চালানোর পাশাপাশি বুধবার থেকে ক্যাম্পাসে অমরণ অনশনে বসার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের’
নিজে কাঁচি চালিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেন সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন। এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ
করেছেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের এই শিক্ষক। স্থায়ীভাবে অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি বুধবার অমরণ অশনের ঘোষণা দিয়েছেন
শিক্ষার্থীরা। সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
আলোচিত এঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল লতিফ বুধবার সংবাদমাধ্যমকে বলেন, চুল কাটার ঘটনায় পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে ৭
দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফারহানা ইয়াসমিন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করার কথাও জানান ভারপ্রাপ্ত উপাচার্য।
শিক্ষার্থীদের অভিযোগ, সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন সম্প্রতি ক্লাস চলাকালে চুল বড় রাখায় ছাত্রদের বকাঝকা করেন। রবিবার পরীক্ষার হলের দরজার সামনে কাঁচি হাতে দাঁড়িয়ে
থাকেন। কক্ষে প্রবেশকালে যেসব শিক্ষার্থীদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে, তাদের মাথার সামনের খানিকটা চুল তিনি ‘নিজেই কেটে দেন’।
এরপর সেই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে ‘বাধ্য করা হয়’। ছাত্রাবাসে ফিরে গিয়ে এসব শিক্ষার্থীদের অনেকেই মাথা ন্যাড়া করেন। বিষয়টি ফেইসবুকে ছড়িয়ে পড়লে ফারহানা ইয়াসমিন ১৬ ছাত্রকে
ডেকে ‘হুমকি ও ভয়ভীতি দেখান’ বলে অভিযোগ। একজন শিক্ষার্থী সোমবার অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের প্রধান ফেরদৌস হিমেল জানান।

চুল কাটার অপমানে শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে
এসব ঘটনায় ফারহানা ইয়াসমিনের অপসারণের দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভ দেখান ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবশ্য ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে
আলোচনায় বসতে রাজি করান। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বৈঠকের পর তিনি তদন্ত গঠনের করার কথা জানান।
রাতে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফারহানা ইয়াসমিন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তার স্থায়ী অপসারণের দাবীতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেছেন, বুধবার থেকে তারা ক্যাম্পাসে অনশনে বসবেন।




















