তরুণীসহ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় কলকাতা পুলিশ
- আপডেট সময় : ০৮:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
ঢাকায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করতে কলকাতা পুলিশের দুই সদস্য ঢাকায় পৌছেন। তারা এমপি আজিম হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করবেন। ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে অবস্থান করছেন কলকাতা পুলিশের দুই সদস্য। এর আগে বিকালে ঢাকায় গোয়েন্দা প্রধান জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে পশ্চিমবঙ্গের কলকাতায় খুনের পর শরীর হাড় ও মাংস আলাদা করে হলুদের গুঁড়ো মিশিয়ে ব্যাগে ভরে ফেলে দেওয় হয়।
তা কোথায় ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। হত্যাকান্ডের জড়িত থাকার অভিযোগে ঢাকায় এক সুন্দরী তরুণীসহ তিনিজনকে াাটক করে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে। বৃহস্পতিবার ঢাকার গোয়েন্দা সদর কার্যালয়ে এমন লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন ঢাকার গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বলেন, এমপি আজিমকে ঢাকায় হত্যা হত্যার পরিকল্পনা করা হয় প্রায় মাস তিনেক আগে। কিন্তু মাস্টারমাইন্ড আখতারুজ্জামান সিদ্ধান্ত পরিবর্তন করে গত ২৫ এপ্রিল কলকাতায় একটি বাসা ভাড়া নেয়।
তারা ৩০ এপ্রিল বাসায় ওঠে। পরিকল্পনাকারীসহ তিনজন বিমানযোগে কলকাতার ভাড়া বাসায় পৌছান। ১২ মে আজিমের বন্ধু গোপালের বাসায় যান। সেখানে জিহাদ ও সিয়াম দুজনকে হায়ার করা হয়। তারা বাসায় আসা-যাওয়া করবে। মাস্টারমাইন্ড গাড়ি, কাকে কত টাকা দিতে হবে, কারা কারা হত্যাকান্ডে অংশ নেবে, কার দায়িত্ব কী হবে তা সবই ঠিক করে দেয়।
আনোয়ারুল আজিম
আনোয়ারুল আজিম নৃশংস হত্যার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতীয় পুলিশের একটি দল। ভারতীয় পুলিশের বিশেষ দলটি বৃহস্পতিবার ঢাকায় পৌঁছবেন বলে গোয়েন্দা সূত্র জানায়। বাংলাদেশে আসার পর তারা কোথায় যাবেন বা কী করবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, তারা হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করবে।
আজিমের মরদেহ পাওয়া নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা কাটছে না কলকাতা পুলিশের। ধারণা, আজিমকে সঞ্জীভা গার্ডেনে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে। হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে এরমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ।
কলকাতায় খুন হলেও, তার হত্যাকারীরা বাংলাদেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ, গত ১২ মে ভারতের কলকাতায় যাওয়ার পর দিন ১৪ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের এই সংসদ সদস্য। চিকিৎসার কথা বলে পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার পর আনার ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান। কলকাতায় তিনি উঠেছিলেন দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে।
দুইদিন সেখানে থাকার পর ১৪ তারিখ তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরে আসবেন। তবে তার পরদিনও আজিমের না ফেরায় গোপাল নিখোঁজ ডায়েরি করেন। গত বুধবার সকালের দিকে তার খুনের খবর সামনে আসে। জানা যায়, কলকাতার কাছেই নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের (ব্লক ৫৬ বিইউ) একটি ফ্ল্যাটে আনারকে খুন হন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম।




















