জলাবদ্ধা কুমিল্লা ‘বিসিক শিল্প নগরী’র দুর্ভোগ
- আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে
সামন্য বৃষ্টিতেই জলমগ্ন কুমিল্লা ‘বিসিক শিল্প নগরী’
আয়েশা আক্তার, কুমিল্লা
কুমিল্লা মহানগরের আশোকতলা এলাকায় ৫৪ দশমিক ৩৫ একর ভূমি নিয়ে স্থাপিত ‘কুমিল্লা বিসিক শিল্পনগরী’। যেখানে ১৪২টি প্লট রয়েছে। চালু শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ১২৭ টি। অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণেই এই শিল্পনগরীর দুর্ভোগ বলে জানালেন সংশ্লিস্টরা।
বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে অনেক চালু কারখানা বন্ধ রাখা হয়। তখন মানুষের দুর্ভোগ চরম রূপ নেয়। বর্ষ মৌসুম ছাড়াও মাঝারি আকারের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর রানীর বাজার, ঠাকুরপাড়া, অশোকতলা এলাকা উঁচু হওয়ায় বৃষ্টি হলে চারপাশের জল নেমে গিয়ে বিসিক এলাকা সয়লাব হয়ে যায়। বিসিকে জলাবদ্ধতার কারনে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
কুমিল্লা বিসিক শিল্প নগরী দীর্ঘ অর্ধশত বছরেও পূর্নতা পায়নি। ১৪২ টি শিল্প প্লট নিয়ে গড়ে উঠা এই শিল্পনগরীতে এখন আবাসিক ভবনও রয়েছে। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে জলাবদ্ধতা বর্তমানে নগরীর শিল্প উদ্যোক্তাদের কাছে আতঙ্ক।

জলাবদ্ধতাসহ নানা সমস্যায় ভুগছেন বিসিকের কারখানার মালিকরা। জানা গেছে, ২০১৭ সালের শেষ দিকে কুমিল্লা সিটি করপোরেশন বিসিকের কিছু সড়কের উন্নয়ন কাজ করলেও এখনো সংস্কারের বাকি অধিকাংশ সড়ক। সড়কগুলো সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আশপাশের এলাকার ময়লা জলে বিসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে।
বিসিকের সংশ্লিষ্টের দাবি, সিটি করপোরেশন কয়েকটি সড়কের উন্নয়ন কাজ করলেও অধিকাংশ সড়কের এখনো বেহাল। কারখানার মালিকরা উৎপাদিত মালামাল আনা-নেয়া করতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন।




















