সংবাদ শিরোনাম ::
গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ৪১জন পেল আর্থিক অনুদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি ঐচ্ছিক তহবিল থেকে ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির টাকা বটিয়াঘাটা উপজেলার ৪১ জনের মধ্যে বিতরণ করা হয়। বিতরণকৃত মোট ৮২ হাজার টাকার মধ্যে প্রথম দিন রবিবার ৩০জন গ্রহণ করেছেন এবং সোমবার বাকী ১১ জন গ্রহণ করবেন।
গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি দাকোপ-বটিয়াঘাটা উপজেলার নানা মুখী উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এর মধ্যে অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা অক্সিজেন ব্যাংক স্থাপনসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছেন।
মসজিদ, মন্দির, গির্জা, স্কুল, কালর্ভাট, ব্রীজ মেরামত ও নির্মাণ করেছেন। দাকোপ উপজেলার ১১টি মাধ্যমিক স্কুল এমপিও ভুক্ত করেছেন। এলাকাবাসী এই সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ।





















