খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী ও কূটনৈতিক প্রতিনিধিরাও এই জানাজায় উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে। আজ বুধবার সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকাল ৬টায় তাঁর মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা শোকবার্তা পাঠায়। বিশ্বনেতারা তাঁদের বার্তায় বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় রাজনীতি ও নারী নেতৃত্বের বিকাশে খালেদা জিয়ার সাহসী ও ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও শূন্যতার অনুভূতি সৃষ্টি হয়েছে।
খালেদা জিয়ার প্রয়াণ শুধু একজন রাজনীতিকের বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক কণ্ঠস্বর। তাঁর জানাজায় দেশ–বিদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি তাঁর রাজনৈতিক গুরুত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



















