কক্সবাজার থেকে ২ জলদস্যু গ্রেফতার
- আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে ডাকাতির ঘটনায় আরও আলিম নূর ওরফে আলমগীর ও মো. তারেক নামের দুই জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ডাকাতির ঘটনায় ৬ জলদস্যু গ্রেফতার হল।
বুধবার সকালে কক্সবাজারের মহেশখালী থেকে তাদের গ্রেফতার করে পটুয়াখালীর রাঙ্গাবালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দস্যুতায় ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য নমুনা জব্দ করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৭ ফেব্রুয়ারি রাতে বরগুনার একটি মাছ ধরার ট্রলারে আক্রমণ চালায় জলদস্যুরা। এসময় জীবন রক্ষায় ১৮ জেলের ৯ জনই সাগরে ঝাঁপ দেন। অপর ৯ জেলের একজন গুলিবিদ্ধ ও ৮ জনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি ট্রলার মালিক মো. মিরাজ রাঙ্গাবালী থানায় মামলা করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িত জলদস্যুদের শনাক্তে তৎপরতা শুরু হয় এবং মঙ্গলবার কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জলদস্যুরা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং অন্য আসামিদের নাম ও পরিচয় তুলে ধরে। এর আগে চার জলদস্যুকে অস্ত্রসহ আটক করে র্যাব-৭।




















