ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর

এনআইডি নিবন্ধন, হাদি ও শহীদ সেনা কর্মকর্তাদের  কবর জিয়ারত করেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

এনআইডি নিবন্ধন, হাদি ও শহীদ সেনা কর্মকর্তাদের  কবর জিয়ারত করেন তারেক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।

নির্বাচন কমিশনে গিয়ে তিনি আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।

বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড, অর্থাৎ গুলশান এলাকা থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন।

পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান : ছবি সংগ্রহ

ভোটার তালিকাভুক্তির মাধ্যমে তার সাংবিধানিক অধিকার ও দায়িত্ব পালনের এই পদক্ষেপকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এর আগে পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ঢাকার বনানী সামরিক কবরস্থানে তিনি একে একে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় সেই ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমানের এই সফর রাজনৈতিক ও সামাজিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে তিনি সম্প্রতি সন্ত্রাসীর গুলিতে নিহত জুলাইযোদ্ধা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে সেখান থেকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান।

জুলাইযোদ্ধা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান : ছবি সংগ্রহ
জুলাইযোদ্ধা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান : ছবি সংগ্রহ

নির্বাচন কমিশনে পৌঁছে তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে। বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক।

সে অনুযায়ী তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান এলাকা) থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। এর আগেও তিনি বনানী কবরস্থানে তাঁর প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

ধারাবাহিক এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় স্মৃতি, পারিবারিক আবেগ এবং সাংবিধানিক দায়িত্ব-তিনটির প্রতি সম্মান জানিয়ে চলেছেন বিএনপির তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনআইডি নিবন্ধন, হাদি ও শহীদ সেনা কর্মকর্তাদের  কবর জিয়ারত করেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।

নির্বাচন কমিশনে গিয়ে তিনি আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।

বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড, অর্থাৎ গুলশান এলাকা থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন।

পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান : ছবি সংগ্রহ

ভোটার তালিকাভুক্তির মাধ্যমে তার সাংবিধানিক অধিকার ও দায়িত্ব পালনের এই পদক্ষেপকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এর আগে পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন বীর সেনা কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ঢাকার বনানী সামরিক কবরস্থানে তিনি একে একে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় সেই ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমানের এই সফর রাজনৈতিক ও সামাজিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে তিনি সম্প্রতি সন্ত্রাসীর গুলিতে নিহত জুলাইযোদ্ধা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে সেখান থেকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান।

জুলাইযোদ্ধা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান : ছবি সংগ্রহ
জুলাইযোদ্ধা ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান : ছবি সংগ্রহ

নির্বাচন কমিশনে পৌঁছে তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে। বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক।

সে অনুযায়ী তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান এলাকা) থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। এর আগেও তিনি বনানী কবরস্থানে তাঁর প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

ধারাবাহিক এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় স্মৃতি, পারিবারিক আবেগ এবং সাংবিধানিক দায়িত্ব-তিনটির প্রতি সম্মান জানিয়ে চলেছেন বিএনপির তারেক রহমান।