ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উত্তাল মণিপুর, পুলিশসহ নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ফের নতুন সংঘর্ষে উত্তাল ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সীমান্তবর্তী বিষ্ণুপুর ও চুরাচাদপুর জেলায় পৃথক ঘটনায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও এক কিশোর রয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন পুলিশ নিহত হয়। এছাড়া বাকি তিনজন শনিবার সকালে নিহত হয়েছেন। গত দুই মাস থেকে রাজ্যটির সীমান্তবর্তী এ দুই জেলায় ব্যাপক সংঘর্ষ-হানাহানির খবর পাওয়া যাচ্ছে।

সেনা সূত্র জানিয়েছে, বর্তমানে বিষ্ণুপুর জেলার কাংভাই এলাকা অত্যন্ত সংবেদনশীল জায়গা। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় বাফার জোন তৈরি করেছে এবং পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকেই দুই জাতিগোষ্ঠীই জড়ো হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের কারণে কোনো পক্ষই কারো বাড়িঘর পুড়িয়ে দিতে পারেননি।

তবে এরপরেও উভয় পক্ষের দুষ্কৃতীরা কাংভাই, সোংডো এবং আওয়াং লেখাই গ্রামের অবস্থান থেকে একে অপরের ওপর গুলি চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থলভাগে অভিযানে থাকা একজন সিনিয়র কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, গোলাগুলির কারণে তিনজন নিহত হয়েছে এবং দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে।

মণিপুর পুলিশ কন্ট্রোল রুম থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং কিছু জায়গায় বিক্ষিপ্ত গোলাগুলি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচটি অস্ত্র, ৭২ পিছ বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং পাঁচটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বিদেশী সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু মেইতেই জনগোষ্ঠীর। এদের অনেকেই বৈষ্ণব। রাজ্যের জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ তারাই। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে বাস করেন যেসব নাগা এবং কুকি উপজাতির মানুষ, তাদের একটা বড় অংশ খ্রিস্টান। এরকম ৩৩ টি উপজাতি গোষ্ঠীর বসবাস রাজ্যের ৯০ শতাংশ পাহাড়ি অঞ্চলে।

গত কয়েক বছর ধরেই মেইতেইরা দাবি জানিয়ে আসছিলেন যে তাদের তপশিলি উপজাতি (এসটি) হিসাবে শ্রেণীভুক্ত করার জন্য। ভারতে যে সব সম্প্রদায় ঐতিহাসিকভাবে সমান সুযোগসুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে – তাদেরকে এসটি শ্রেণীভুক্ত করে তাদের জন্য সরকারি চাকরি, কলেজে ভর্তি ও নির্বাচিত জনপ্রতিনিধির আসন সংরক্ষণ করা হয়।

এরপর মে মাসে মণিপুর হাই কোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়ের দাবি বিবেচনার নির্দেশ দেয়। কিন্তু রাজ্যের অন্য উপজাতিগুলোর মধ্যে এতে উদ্বেগ সৃষ্টি হয় যে মেইতেইদেরকে এসটি মর্যাদা দেওয়া হলে তাদের চাকরির জন্য তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। এর পরেই সেখানে সংঘর্ষ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তাল মণিপুর, পুলিশসহ নিহত ৪

আপডেট সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

ভয়েস ডিজিটাল ডেস্ক

ফের নতুন সংঘর্ষে উত্তাল ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সীমান্তবর্তী বিষ্ণুপুর ও চুরাচাদপুর জেলায় পৃথক ঘটনায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও এক কিশোর রয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন পুলিশ নিহত হয়। এছাড়া বাকি তিনজন শনিবার সকালে নিহত হয়েছেন। গত দুই মাস থেকে রাজ্যটির সীমান্তবর্তী এ দুই জেলায় ব্যাপক সংঘর্ষ-হানাহানির খবর পাওয়া যাচ্ছে।

সেনা সূত্র জানিয়েছে, বর্তমানে বিষ্ণুপুর জেলার কাংভাই এলাকা অত্যন্ত সংবেদনশীল জায়গা। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় বাফার জোন তৈরি করেছে এবং পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকেই দুই জাতিগোষ্ঠীই জড়ো হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের কারণে কোনো পক্ষই কারো বাড়িঘর পুড়িয়ে দিতে পারেননি।

তবে এরপরেও উভয় পক্ষের দুষ্কৃতীরা কাংভাই, সোংডো এবং আওয়াং লেখাই গ্রামের অবস্থান থেকে একে অপরের ওপর গুলি চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থলভাগে অভিযানে থাকা একজন সিনিয়র কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, গোলাগুলির কারণে তিনজন নিহত হয়েছে এবং দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে।

মণিপুর পুলিশ কন্ট্রোল রুম থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং কিছু জায়গায় বিক্ষিপ্ত গোলাগুলি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচটি অস্ত্র, ৭২ পিছ বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং পাঁচটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বিদেশী সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দু মেইতেই জনগোষ্ঠীর। এদের অনেকেই বৈষ্ণব। রাজ্যের জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ তারাই। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে বাস করেন যেসব নাগা এবং কুকি উপজাতির মানুষ, তাদের একটা বড় অংশ খ্রিস্টান। এরকম ৩৩ টি উপজাতি গোষ্ঠীর বসবাস রাজ্যের ৯০ শতাংশ পাহাড়ি অঞ্চলে।

গত কয়েক বছর ধরেই মেইতেইরা দাবি জানিয়ে আসছিলেন যে তাদের তপশিলি উপজাতি (এসটি) হিসাবে শ্রেণীভুক্ত করার জন্য। ভারতে যে সব সম্প্রদায় ঐতিহাসিকভাবে সমান সুযোগসুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে – তাদেরকে এসটি শ্রেণীভুক্ত করে তাদের জন্য সরকারি চাকরি, কলেজে ভর্তি ও নির্বাচিত জনপ্রতিনিধির আসন সংরক্ষণ করা হয়।

এরপর মে মাসে মণিপুর হাই কোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়ের দাবি বিবেচনার নির্দেশ দেয়। কিন্তু রাজ্যের অন্য উপজাতিগুলোর মধ্যে এতে উদ্বেগ সৃষ্টি হয় যে মেইতেইদেরকে এসটি মর্যাদা দেওয়া হলে তাদের চাকরির জন্য তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। এর পরেই সেখানে সংঘর্ষ শুরু হয়েছে।