সংবাদ শিরোনাম ::
আমরা চাই, ভারতে গণতন্ত্রের বিজয় হোক : তথ্যমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ২৯৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের সম্প্রচার ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের নির্বাচনে সবসময় গণতন্ত্রের বিজয় হোক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমাদের দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হোক, সেটিই আমাদের প্রত্যাশা। আমরা চাই, ভারতে সবসময় গণতন্ত্রের বিজয় হোক।
রবিবার রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতের চলমান বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে থাকার বিষয়ে এ কথা বলেন।
পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো নির্বাচন সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, যারাই ভারতে সরকার গঠন করুন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পাশের পশ্চিমবঙ্গের সঙ্গে যে নৈকট্য, তা যেনো আরো গভীরে প্রোথিত হয়।




















