সংবাদ শিরোনাম ::
২০২১ সাল অবধি মোট ৩২২৫ জন পদ্মশ্রী সম্মান পেয়েছেন
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৫:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৩০৬ বার পড়া হয়েছে
পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান,
খেলাধূলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান
করেন। এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয়। এবারে চারজন
বাংলাদেশি নাগরিককে এই পুরষ্কার দিয়েছে ভারত। ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে,
পদ্মশ্রীর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরে। পদকের একদিকে পদ্মফুলের উপরে ও
নিচে ‘পদ্ম’ ও ‘শ্রী’ শব্দদুটি খচিত। অপর দিকে বার্নিসড ব্রোঞ্জের ওপর বিভিন্ন জ্যামিতিক
আকারের চিত্র রয়েছে। সকল খোদাই লিপি সাদা সোনালি রঙে চিত্রিত। ২০২১ সাল অবধি মোট
৩২২৫ জন এই সম্মান পেয়েছেন।
| ওয়েবসাইট | https://padmaawards.gov.in |
|---|

























