১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনল ঢাকা
- আপডেট সময় : ০৪:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
“ঢাকায় আরও ৩ ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে শিক্ষার্থীদের টিকার আওতায় আনতেই হাসিনা সরকারের এই পরিকল্পনা”
সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর থেকেই টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার ঢাকার মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে সংবাদমাধ্যমকে এতথ্য জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে আলোচনা করে দ্রুত নির্দেশনা বাস্তবায়ন কাজ শুরু করবেন। অধ্যাপক ডা. আবুল বাসার আরও জানান, ঢাকায় আরও ২ থেকে ৩ ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
জেলা পর্যায়েও প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দেওয়া আছে। তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচি সহজ করতে শুধু এনআইডি কার্ড দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

গত ১৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, আমরা টিকা দেওয়ার বয়স ১৮-তে নামিয়ে আনার পরিকল্পনা করছি। মূলত শিক্ষার্থীদের টিকার আওতায় আনতেই এ পরিকল্পনা
নেওয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের জীবনের দেড় বছর লোকসান হয়েছে। ভবিষ্যতে এটি দেশের জন্য অকল্পনীয় ক্ষতি হবে।
আগে টিকা গ্রহণের বয়সসীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়। অর্থাৎ যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই
সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। পরে সেটা কমিয়ে ৩০ বছর করা হয়।





















