১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তোনিও গুতেরেস ও ড. ইউনূস
- আপডেট সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী দেশটির দক্ষিণাঞ্চলের কক্সবাজার জেলার ৩৪টি শিবিরে আশ্রিত। এছাড়া ভাসান চর নামকস্থানেও উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গার আশ্রয়। এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর ৮ লাখের বেশি ঢুকেছে ২০১৭ সালের সেপ্টেম্বর পরবর্তী কয়েকমাসে।
সরকার অবশ্য বলছে, নতুন করে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেয়ার মতো অবস্থা বাংলাদেশের নেই। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মূলত রোহিঙ্গা বিষয় নিয়েই তার চার দিনের সফরে আসা।
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ছাড়াও শুক্রবার এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তোনিও গুতেরেস ও ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ঢাকায় আসবেন। ১৬ মার্চ তিনি ফিরে যাবেন।
এই চার দিনের মধ্যে মূলত শুক্র ও শনিবার তার মূল কর্মসূচিগুলোর মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সেই দিন রোহিঙ্গা শিবিরে চলে যাবেন। একই সঙ্গে কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে ড. ইউনূসের আলাদা কর্মসূচি রয়েছে।
জাতিসংঘ মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গাশিবিরে চলে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচিগুলো শেশে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। আর প্রধান উপদেষ্টা কক্সবাজারের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে ইফতারে অংশ নেবেন।



















