হৃদমন্দিরে তার সংস্কৃতির ঘরবসতি
- আপডেট সময় : ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ৭১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
শোয়েবুর রহমান মৃধা। শৈশব কাল থেকেই যিনি সাংস্কৃতিক জগতে কাজ করার সংকল্প নিয়ে বেড়ে ওঠেছেন। তার মনের এমন প্রত্যাশা আজ বাস্তবে রূপ দিয়েছেন। শৈশব পেরিয়ে কৈশরে পা রাখতেই তার কাজ শুরু। শোয়েব এখন সাংস্কৃতিক জগতের বাসিন্দা। পুরোদমে কাজ
করে চলেছেন। তিনি একাধারে সংগঠক, অভিনয় এবং বাচিকশিল্পী। এ পর্যন্ত প্রায় ৭টি চলচ্চিত্রে কাজ করেছেন। আর নাটকে অভিনয় নিয়মিত। নিয়মিত বাসিন্দা হয়েছেন বাংলাদেশের অন্যতম রিয়েলিটি শো ‘ইত্যাদি’ পারিবারের। এ পর্যন্ত প্রচুর নাটকে অভিনয় করেছেন।

চাকরীর পাশাপাশি তিনি সমাজিক কাজও করেন। পিছিয়ে পড়া সমাজের মানুষদের পাশে দাড়ান সাধ্যমত। গাজিপুরের বাসিন্দা শোয়েব। লেখাপড়ার পাশাপাশি নানা ধরণের সাংস্কৃতিক কর্মকান্ডে ছড়িয়ে যান। সেই থেকে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার নেশাটা তাকে পুরোপুরি পেয়ে বসে। তিনি মনে করে সুস্থ সংস্কৃতিই একটি জাতির মজবুত উন্নয়নের পথ দেখায়। আগামী দিনগুলোতে সংস্কৃতি বিকাশে তিনি কাজ করে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করবেন।

























