হাদিকে গুলি, সীমান্ত পারাপার চক্রের দুজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।
নজরুল ইসলাম জানান, রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় হেলমেট পরিহিত অবস্থায় সন্দেহভাজনরা খুব কাছ থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চলছে। অভিযুক্তরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের মালিককে র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অভিযুক্তদের কেউ বিদেশে পালিয়েছে কি না, এমন তথ্য এখন পর্যন্ত ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার তথ্য অনুযায়ী, তিনি জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর তার দেশত্যাগের কোনো রেকর্ড নেই।
হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তিন দিনেও মামলা না হওয়ার বিষয়ে নজরুল ইসলাম বলেন, জিডি করা হয়েছে এবং বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
নির্বাচন সামনে রেখে সহিংসতা ঠেকাতে ‘অপারেশন ডেভিল হান্ট-টু’ সারাদেশে জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নাগরিকদের কাছে সন্ত্রাসী বা অস্ত্রধারীদের তথ্য পুলিশ বা ৯৯৯-এ জানানোর আহ্বান জানানো হয়; তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।




















