সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী’র নাগরিক সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১১৪৫ বার পড়া হয়েছে
ডক্টরেট ডিগ্রী ও আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তি উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
গত ১৯ মে দ্যা ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলারস অব গ্রেট ব্রিটেন, শেখ মা আল আইনিন ফাউন্ডেশন অব সায়েন্স এন্ড হেরিটেজ এবং মরক্কোর ইউনিভার্সিটি অব মোহাম্মদ আল আউয়াল এর যৌথ আয়োজনে ১০ম ইন্টারন্যাশনাল সুফিজম কনফারেন্স মরক্কোতে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাইজভান্ডার দরবার শরীফের ইমাম হযরত শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী রচিত ‘দ্যা এসেন্স অব তাসাউফ’ গ্রন্থ আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য দ্যা ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলারস অব গ্রেট ব্রিটেন সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে শেখ মা আল আইনাইন ফাউন্ডেশন ফর সায়েন্স এন্ড হেরিটেজ মিশরের অর্গানাইজেশন ফর টলারেন্স এন্ড পিস তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন। এই গুণী সাধককে শনিবার বিকাল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আখতারুজ্জামন। সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আল্হাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
দেশ বরেণ্য শিক্ষাবিদ, সাবেক বিচারপতি, বিভিন্ন ধর্মের ধর্ম যাজক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম ওলামা, পীর মাশায়েখসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নাগরিক সংবর্ধনা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।




















