সিরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চায় চীন: শি জিনপিং
- আপডেট সময় : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনের হাংজু শহরে বৈঠক করেছেন। তারা দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সম্পাদনের কথা জানান।
ভয়েস ডিজিটাল ডেস্ক
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনের হাংজু শহরে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সম্পাদনের কথা জানিয়েছেন।
শুক্রবার যৌথভাবে চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে বলেছেন, চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বিদেশি হস্তক্ষেপ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সিরিয়ার অবস্থানকে সমর্থন করে বেইজিং। এ সময় বাশার আসাদ সিরিয়ার দুর্দিনে সেদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।
চীনের প্রেসিডেন্ট যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পুনর্গঠন কাজে সহযোগিতা করারও ঘোষণা দিয়েছেন।
১২ বছর আগে সিরিয়ায় উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বর্বরতা শুরু হয়। সে সময় আমেরিকা যখন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করছিল তখন চীন দামেস্কের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়। এরপর সিরিয়ার প্রেসিডেন্টের সফর অনুষ্ঠিত হলো।
দুই নেতা এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এই সাক্ষাৎ করেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শুক্রবার যৌথভাবে চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা চাইছেন আসাদ। ২০০৪ সালের পর এটিই ছিল আসাদের প্রথম চীন সফর।
অপরদিকে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ বাধার পর মধ্যপ্রাচ্যের বাইরের কোনো দেশের মধ্যে চীন অন্যতম যেখানে আসাদ সফর করেছেন। গৃহযুদ্ধে দেশটিতে ৫ লাখের বেশি লোক প্রাণ হারিয়েছে এবং বাস্তুহারা হয়েছে আরও কয়েক লাখ বাসিন্দা। এছাড়াও দেশটির অবকাঠামো ও শিল্প ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে।



















