Safe roads : শ্লোগানেই সীমাবদ্ধ ‘নিরাপদ সড়ক’
- আপডেট সময় : ০৩:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
‘নিরাপদ সড়ক চাই’ লেখা মুছে যাচ্ছে নিহত মানুষের রক্তে। প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে অমূল্য প্রাণ। কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। গণপরিহন ও ট্রাক চালকের বেপরোয়া যানচালানো এবং পরিবহন সেক্টরে জবাবদেহিতার অভাবের কারণেই সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে।
এরই ধারাবাহিকতায় ছুটির দিন শুক্রবার সকালে ঢাকার রামপুরায় লরিচাপায় পিষ্ট প্রাণ হারান এক বাইক চালক। জানা গিয়েছে নিহত ব্যক্কির নাম আবু নাসের (৩৮)। ঘটনার পর মুমুর্ষ অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর ‘সড়কে মৃত্যুর মিছিল বন্ধ’র দাবি নিয়ে রামপুরা সেতুতে অবস্থান কিছুসংখ্যক পড়ুয়া। তারা ‘নিরাপদ সড়ক চাই’ এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়।
পড়ুয়ারা বলেন, তারা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন তারা। স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে বাসের হাফ ভাড়া নিচ্ছে না গণপরিবহন। স্কুল-কলেজ বন্ধ হলেও পড়ুয়াদের কোচিং, পড়তে যাওয়াসহ বিভিন্ন কাজে বাইরে যেতে হয়। তাহলে কেন হাফ ভাড়ার প্রচলন বন্ধ থাকবে? পড়ুয়া বলেন, তারা সড়ক অবোরধ ও বিশৃঙ্খলা করবেনা। আমরা শান্তিপূর্ণভাবে দাবির কথা জানাতে চায় তারা।
পড়ুয়াদের হাতে থাকা প্ল্যাকার্ডে বিনা শর্তে সারাদেশে বাসে শিক্ষার্থীদের হাফ পাশ দিতে হবে, নিরাপদ সড়ক চাই, সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, লড়াই করুন, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করুন, সড়কে শৃঙ্খলা ফেরান লেখা ছিলো।






















