শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ
- আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী ও কমলা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মো. সাদ্দাম হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯ বিজিবি–এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া অঞ্চল এবং নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় চোরাকারবারীরা ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে অংশ নেয় এবং সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে।
অভিযানে তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৯ বোতল মদ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটক আসামিসহ পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস সামগ্রী ও কমলা পাচারের চেষ্টা করলে ১ ডিসেম্বর বিজিবির টহল দল পৃথক অভিযানে নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং ভারতীয় কমলা জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, দুই জেলার এসব অভিযানে জব্দ করা মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













