শুল্কের ভয় দেখিয়েই ৮ যুদ্ধ থামাতে সক্ষম হন ট্রাম্প
- আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েই বিশ্বের বিভিন্ন অঞ্চলে আটটি যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্কনীতি তার প্রশাসনের সবচেয়ে কার্যকর কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র।
বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘শুল্ক’ তার সবচেয়ে প্রিয় শব্দ। এই নীতির মাধ্যমেই যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নিজেদের অবস্থান পুনরুদ্ধার করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কেও বড় পরিবর্তন এনেছে।
ভাষণে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে একজনও বিদেশি অবৈধভাবে প্রবেশ করতে পারেননি। তার ভাষায়, অনেকে বলেছিল এটা অসম্ভব। কিন্তু আমরা করে দেখিয়েছি।
ট্রাম্প আরও বলেন, মাত্র ১০ মাসে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এর মধ্যে ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস, গাজায় ‘শান্তি প্রতিষ্ঠা’ এবং মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের মধ্যে প্রথম শান্তি’ আনার কথাও উল্লেখ করেন তিনি।
অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, তার প্রশাসন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ১৮ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে। শুল্ক এড়াতে বহু বহুজাতিক কোম্পানি উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমোবাইল খাতে নজিরবিহীন অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প।
তিনি জানান, সাম্প্রতিক বাজেট আইনের ফলে বকশিশ, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক ও সামাজিক নিরাপত্তা ভাতার ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি। এতে একটি পরিবার বছরে ১১ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে বলে তার দাবি।
এদিকে সমালোচকেরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতির ফলে অনেক ক্ষেত্রে আমদানিপণ্যের দাম বেড়েছে এবং সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে তার দাবির বাস্তব ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সূত্র: এনডিটিভি




















