মালয়েশিয়াগামী শ্রমিকদের ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ২৬৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
দীর্ঘ দিনের সংকট কাটিয়ে অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাম্প্রতিক চুক্তি নিয়ে প্রবাসী কর্মী ও জনশক্তি রফতানিকারক সবাই খুশি। বিশ্লেষকরা যদিও মনে করেন, শ্রমবাজারটি টেকসই করতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এবার প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষণায় অভিবাসন ব্যয় সংকোচনেরেই ইঙ্গিত পাওয়া গেলো।
বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে নানা রকমের খরচ মিলিয়ে ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন হতো। এখন থেকে মালয়েশিয়াগামী কোন শ্রমিকের সেই টাকার লাগবে না। যাওয়া-আসার সকল ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এই সুখবর দিলেন।
মঙ্গলবার ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রকে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দিয়েই চুক্তি করা হয়েছে। আগেই কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেন মন্ত্রী।
২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ইমরান আহমদ। বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন।
এর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১৯ ডিসেম্বর একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশের বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে প্রায় তিন বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।




















