ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাছের বদলে জালে আটকালো বড় আকারের কুমির!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

জেলের জালে ধরা পড়া কুমিড় : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

নদীর তীরে তখন মানুষের ভিড়। চারিদিক থেকে আরও উৎসুক মানুষ ছুটে আসছে। ক্নেেউ কেউ দৌড়ে নদীমুখো। কারণ কি? দ্রুত পা চালিয়ে কেউ কেউ বললো, কুমিড়! ধরা পড়েছে, জেলের জালে। চলার পথে কথাগুলো বলে যায় অনেকে। একজনের পেছনে অপর জন ছুটে চলে।

সোমবার সকালে  জয়ন্তী নদীতে মাছ ধরতে যায় জাবুল হোসেন নামের মৎস্যজীবীর জালে প্রায় সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের কুমিরটি আটকা পড়ে মুলাদী উপজেলার নাজিরপুর এলাকায়।

বন বিভাগের উদ্ধৃতি দিয়ে বরিশালের মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, কুমিরটি জীবিত এবং এটি উদ্ধার করে অবমুক্ত করতে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এটি উদ্ধারের জন্য এখানে আসবেন। বর্তমানে এটি পুলিশের হেফাজতে।

স্থানীয় ঘোষেরহাট এলাকার জেলে জাবুল হোসেন বলেন, প্রতিদিনের মতো তিনি আইড় ও পাঙাশ মাছ ধরার জন্য জয়ন্তী নদীতে জাল ফেলেন। তখন সকাল সাড়ে আটটা। জাল তোলার সময় জালটি অনেক ভার লাগছিল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বড় কোনো মাছ আটকা পড়েছে।

এরপর জাল তীরের কাছাকাছি আনার পর দেখতে পান, জালে একটি কুমির আটকা পড়েছে। কুমিরটি দেখে প্রথমে কিছুটা ভয় পান। এরপর কৌশলে জাল টেনে নদীর তীরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রুবেল মিয়াকে খবর দেন। এরমধ্যে কুমিড় ধরা পড়ার খবরটা বাতাসে চাউড়। আর দলে দলে মানুষ আসতে শুরু করে। সময়ের সঙ্গে ভিড়ও বাড়ে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমিরের বিষয়টি আমি জানার পরে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঢাকা থেকে এসে কুমিরটিকে সংরক্ষণ করে অবমুক্ত করার ব্যবস্থা নেবে।

বন্য প্রাণী সংশ্লিষ্টরা বলছেন, প্রায় সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের কুমিরটি নোনাপানির। জয়ন্তী নদীর মিঠা পানিতে এটির চলে আসাটা অস্বাভাবিক। এ প্রজাতির কুমিরের বসতি সুন্দরবন-সংলগ্ন নদ-নদীতে। কুমিরটি এই নদীতে চলে আসার ঘটনা নিয়ে তারাও উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাছের বদলে জালে আটকালো বড় আকারের কুমির!

আপডেট সময় : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

ভয়েস ডিজিটাল ডেস্ক

নদীর তীরে তখন মানুষের ভিড়। চারিদিক থেকে আরও উৎসুক মানুষ ছুটে আসছে। ক্নেেউ কেউ দৌড়ে নদীমুখো। কারণ কি? দ্রুত পা চালিয়ে কেউ কেউ বললো, কুমিড়! ধরা পড়েছে, জেলের জালে। চলার পথে কথাগুলো বলে যায় অনেকে। একজনের পেছনে অপর জন ছুটে চলে।

সোমবার সকালে  জয়ন্তী নদীতে মাছ ধরতে যায় জাবুল হোসেন নামের মৎস্যজীবীর জালে প্রায় সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের কুমিরটি আটকা পড়ে মুলাদী উপজেলার নাজিরপুর এলাকায়।

বন বিভাগের উদ্ধৃতি দিয়ে বরিশালের মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, কুমিরটি জীবিত এবং এটি উদ্ধার করে অবমুক্ত করতে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এটি উদ্ধারের জন্য এখানে আসবেন। বর্তমানে এটি পুলিশের হেফাজতে।

স্থানীয় ঘোষেরহাট এলাকার জেলে জাবুল হোসেন বলেন, প্রতিদিনের মতো তিনি আইড় ও পাঙাশ মাছ ধরার জন্য জয়ন্তী নদীতে জাল ফেলেন। তখন সকাল সাড়ে আটটা। জাল তোলার সময় জালটি অনেক ভার লাগছিল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বড় কোনো মাছ আটকা পড়েছে।

এরপর জাল তীরের কাছাকাছি আনার পর দেখতে পান, জালে একটি কুমির আটকা পড়েছে। কুমিরটি দেখে প্রথমে কিছুটা ভয় পান। এরপর কৌশলে জাল টেনে নদীর তীরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রুবেল মিয়াকে খবর দেন। এরমধ্যে কুমিড় ধরা পড়ার খবরটা বাতাসে চাউড়। আর দলে দলে মানুষ আসতে শুরু করে। সময়ের সঙ্গে ভিড়ও বাড়ে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমিরের বিষয়টি আমি জানার পরে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঢাকা থেকে এসে কুমিরটিকে সংরক্ষণ করে অবমুক্ত করার ব্যবস্থা নেবে।

বন্য প্রাণী সংশ্লিষ্টরা বলছেন, প্রায় সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের কুমিরটি নোনাপানির। জয়ন্তী নদীর মিঠা পানিতে এটির চলে আসাটা অস্বাভাবিক। এ প্রজাতির কুমিরের বসতি সুন্দরবন-সংলগ্ন নদ-নদীতে। কুমিরটি এই নদীতে চলে আসার ঘটনা নিয়ে তারাও উদ্বিগ্ন।