ভোটের আট ভাগের এক ভাগ অর্জনে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত
- আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পরিপত্র-২ জারি করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) জারি করা এই পরিপত্রে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিল, জামানত ও ভোট প্রাপ্তির শর্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ (১/৮) ভোট অর্জনে ব্যর্থ হলে তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
জামানতের অর্থ নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দেওয়া যাবে। একই নির্বাচনি এলাকায় কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করলে একটি জামানতই যথেষ্ট হবে। সেক্ষেত্রে অন্য মনোনয়নপত্রের সঙ্গে মূল চালানের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। তবে জামানতের বাইরে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ বা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, জামানতের অর্থ বাংলাদেশ ব্যাংক, যেকোনো ব্যাংক কিংবা সরকারি ট্রেজারি বা সাব-ট্রেজারিতে ১০৯০৩০২১০১৪৪৩-৮১১৩৫০১ কোড নম্বরে জমা দিতে হবে। নগদে গৃহীত জামানতের অর্থ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার সরকারি খাতে জমা দেবেন।
এছাড়া পরিপত্রে উল্লেখ করা হয়েছে, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে সরাসরি মনোনয়ন ফরম (ফরম-১) সংগ্রহ করবেন।
ইতোমধ্যে এসব ফরম ও প্রয়োজনীয় সামগ্রী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। মনোনয়ন ফরম বিতরণের জন্য আলাদা রেজিস্টার সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের এ নির্দেশনার মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।



















