বিজিবি-বিএসএফ সীমান্ত সৌহার্দ্য, হিলিতে মিষ্টি বিনিময়
- আপডেট সময় : ০৭:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভারতের ৭৫ তম স্বধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। দু’দেশের উৎসব ঘিরে এমন সৌহার্দ্য নজির রয়েছে।
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী রাখেশ কুমার মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হওয়ায় আগের দিন এই
শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান জানান, রবিবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা
বিনিময় হয়েছে। সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ
একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

























