ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত

বিগ-বি সম্পদের কে কতটুকু পাচ্ছে?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

(বাঁ দিক থেকে) শ্বেতা বচ্চন, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সম্পত্তির পরিমাণ ২৮০০ কোটি টাকা

তারমধ্যে অভিষেক-শ্বেতার কতটুকু?

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

গত কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। বচ্চন পরিবারে সম্পত্তি ভাগাভাগির অভিষেক শুরু হয়ে গিয়েছে।
জানা যায় বিগ বি’র সম্পদের পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। অবশ্য এই বার্তা বচ্চন পরিবারের কর্তা অমিতাভ’র।

গত কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। তাদের অন্দরমহলের সমীকরণ নিয়ে নানা মুনির নানা মত। জানা যায়,

বচ্চন বধূ ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে নাকি সম্পর্কে চিঁড় ধরেছে বচ্চন পরিবারের।

বিগত কয়েক মাস ধরেই নাকি শ্বশুরবাড়ির থেকে ছাড়াছাড়া ঐশ্বর্যা। এর মাঝেই মেয়ে শ্বেতা বচ্চনের নামে নিজের প্রথম বাংলো প্রতীক্ষা লিখে

দিয়েছেন অমিতাভ। এ বার সম্পত্তির ভাগ নিয়ে মুখ খুললেন অভিনেতা। প্রায় ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগ কী ভাবে হবে জানালেন

অমিতাভ বচ্চন। সম্প্রতি এক অনুষ্ঠানে তারকা জানান তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। প্রথম থেকে ছেলে-মেয়ের

মধ্যে কোনও তফাত  করেননি অমিতাভ। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন।

সদ্য দীপাবলির উপহার হিসাবে অমিতাভ প্রতীক্ষা বাংলোটি মেয়ের নামে লিখে দেন। যার বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি। শোনা যায়,

এই বাংলোটি বেশ পছন্দের ছিল ঐশ্বর্যার। তবে বউমার বা ছেলে নয়, বরং মেয়ে শ্বেতাই পেলেই প্রতীক্ষা। ভিট্টালনগর কোঅপারেটিভ হাউসিং

সোসাইটির প্রতীক্ষা মোট দু’ভাগে বিভক্ত। একটি ভাগ ৬৭৪ স্কোয়্যার মিটারের এবং আরেকটি ভাগ ৮৯০.৪৭ স্কোয়ার মিটারের। এটিই নাকি

বিগবি-র প্রথম সম্পত্তি। তার বাবা-মা এর সঙ্গে এইখানেই বেড়ে ওঠা অভিনেতার। এই বাংলোটি ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে বচ্চনদের।

ছেলে অভিষেকের ভাগ্যে পড়েছে কোন কোন সম্পত্তি, তা গোপন রেখেছে বচ্চন পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিগ-বি সম্পদের কে কতটুকু পাচ্ছে?

আপডেট সময় : ০৮:৩৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

 

সম্পত্তির পরিমাণ ২৮০০ কোটি টাকা

তারমধ্যে অভিষেক-শ্বেতার কতটুকু?

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

গত কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। বচ্চন পরিবারে সম্পত্তি ভাগাভাগির অভিষেক শুরু হয়ে গিয়েছে।
জানা যায় বিগ বি’র সম্পদের পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। অবশ্য এই বার্তা বচ্চন পরিবারের কর্তা অমিতাভ’র।

গত কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। তাদের অন্দরমহলের সমীকরণ নিয়ে নানা মুনির নানা মত। জানা যায়,

বচ্চন বধূ ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে নাকি সম্পর্কে চিঁড় ধরেছে বচ্চন পরিবারের।

বিগত কয়েক মাস ধরেই নাকি শ্বশুরবাড়ির থেকে ছাড়াছাড়া ঐশ্বর্যা। এর মাঝেই মেয়ে শ্বেতা বচ্চনের নামে নিজের প্রথম বাংলো প্রতীক্ষা লিখে

দিয়েছেন অমিতাভ। এ বার সম্পত্তির ভাগ নিয়ে মুখ খুললেন অভিনেতা। প্রায় ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগ কী ভাবে হবে জানালেন

অমিতাভ বচ্চন। সম্প্রতি এক অনুষ্ঠানে তারকা জানান তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। প্রথম থেকে ছেলে-মেয়ের

মধ্যে কোনও তফাত  করেননি অমিতাভ। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন।

সদ্য দীপাবলির উপহার হিসাবে অমিতাভ প্রতীক্ষা বাংলোটি মেয়ের নামে লিখে দেন। যার বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি। শোনা যায়,

এই বাংলোটি বেশ পছন্দের ছিল ঐশ্বর্যার। তবে বউমার বা ছেলে নয়, বরং মেয়ে শ্বেতাই পেলেই প্রতীক্ষা। ভিট্টালনগর কোঅপারেটিভ হাউসিং

সোসাইটির প্রতীক্ষা মোট দু’ভাগে বিভক্ত। একটি ভাগ ৬৭৪ স্কোয়্যার মিটারের এবং আরেকটি ভাগ ৮৯০.৪৭ স্কোয়ার মিটারের। এটিই নাকি

বিগবি-র প্রথম সম্পত্তি। তার বাবা-মা এর সঙ্গে এইখানেই বেড়ে ওঠা অভিনেতার। এই বাংলোটি ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে বচ্চনদের।

ছেলে অভিষেকের ভাগ্যে পড়েছে কোন কোন সম্পত্তি, তা গোপন রেখেছে বচ্চন পরিবার।