ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন কুড়িগ্রাম হাজারো মানুষ জলবন্দী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রতিভচরই অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়ে উত্তরজনপদ। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই এবারেও বানের জলে ভাসলো কুড়িগ্রামের নাগেশ্বরী। এরই ৪ ইউনিয়নের নদী অববাহিকার চরাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, বীজতলা, সবজি ও পাটক্ষেত। বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা হক।

জল উন্নয়ন বোর্ডের তথ্যনুযায়ী, ফুঁসছে ব্রহ্মপুত্র। নদের জল বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ নুনখাওয়া পয়েন্টে জল বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুধকুমারের জল বেড়ে বুধবার রাতে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে জল কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাঁধ ভেঙে প্লাবিত বামনডাঙ্গার চরাঞ্চলীয় এলাকাসহ বেশকিছু পাড়া। কিছু বাড়ি-ঘরে প্রবেশ করেছে। কোথাও বাড়ি-ঘরের উঠোন পর্যন্ত চলে এসেছে জল। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, রোপা আমন বীজতলা, সবজি ও পাটক্ষেত। নারায়নপুর, বল্লভেরখাস, নুনখাওয়ার নদী অববাহিকার কয়েকটি চরাঞ্চলীয় গ্রাম আগেই প্লাবিত। জল বন্দি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বন্যা দুর্গতদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ভিজিএফ চাল বিতরণ করতে বলা হয়েছে।

কুড়িগ্রাম জল উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২২ ও ২৩ শে জুন দুদিন জেলার নদ-নদীতে জল বৃদ্ধি পাবে। তাতে সাময়িক বন্যা হলেও বড় ধরনের কোনো বন্যা হবে না।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। জনগণের দুর্ভোগ কমাতে সব উপজেলার ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৫৪১ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনো খাবার মজুদ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন কুড়িগ্রাম হাজারো মানুষ জলবন্দী

আপডেট সময় : ০৮:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রতিভচরই অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়ে উত্তরজনপদ। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই এবারেও বানের জলে ভাসলো কুড়িগ্রামের নাগেশ্বরী। এরই ৪ ইউনিয়নের নদী অববাহিকার চরাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, বীজতলা, সবজি ও পাটক্ষেত। বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা হক।

জল উন্নয়ন বোর্ডের তথ্যনুযায়ী, ফুঁসছে ব্রহ্মপুত্র। নদের জল বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ নুনখাওয়া পয়েন্টে জল বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুধকুমারের জল বেড়ে বুধবার রাতে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে জল কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাঁধ ভেঙে প্লাবিত বামনডাঙ্গার চরাঞ্চলীয় এলাকাসহ বেশকিছু পাড়া। কিছু বাড়ি-ঘরে প্রবেশ করেছে। কোথাও বাড়ি-ঘরের উঠোন পর্যন্ত চলে এসেছে জল। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, রোপা আমন বীজতলা, সবজি ও পাটক্ষেত। নারায়নপুর, বল্লভেরখাস, নুনখাওয়ার নদী অববাহিকার কয়েকটি চরাঞ্চলীয় গ্রাম আগেই প্লাবিত। জল বন্দি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বন্যা দুর্গতদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ভিজিএফ চাল বিতরণ করতে বলা হয়েছে।

কুড়িগ্রাম জল উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২২ ও ২৩ শে জুন দুদিন জেলার নদ-নদীতে জল বৃদ্ধি পাবে। তাতে সাময়িক বন্যা হলেও বড় ধরনের কোনো বন্যা হবে না।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। জনগণের দুর্ভোগ কমাতে সব উপজেলার ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৫৪১ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনো খাবার মজুদ রয়েছে।