বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি বাড়াবে হাঙ্গেরি
- আপডেট সময় : ০৯:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বাড়িয়ে দেওয়ায় হাঙ্গেরিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি আকারে বৃত্তির বাড়ানোর অনুরোধও তুলে ধরেন ড. মোমেন।
এসময় হাঙ্গেরিয়ান বিদেশমন্ত্রীকে সিজ্জার্তো ডা. মোমেনকে আশ্বস্ত করেন যে, হাঙ্গেরীয় সরকার আগামী বছরে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়িয়ে দেবে। এ ব্যাপারে হাঙ্গেরির
কনস্যুলেট চালু করার বিষয়টিও আলোচিত হয়েছিল। দুই বিদেশমন্ত্রী স্বাস্থ্য খাতে সহযোগিতা অন্বেষণে সম্মত হয়েছেন। দুই দেশের আরও গদিশীল করার বিষয়েও আলোচনা করেন।
জেনেভায় দ্বিপাক্ষিক বৈঠকে এসব গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন ড. মেমেন। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হবে স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি ৫)। বিদেশমন্ত্রকের সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়।
ড. মোমেন জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আন্ডার সেক্রেটারির সঙ্গেও এলডিসির চলমান এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পর্যালোচনা বৈঠকের একটি

অধিবেশনেরও সভাপতিত্ব করেন। ‘টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাঠামোগত রূপান্তর এবং স্থিতিস্থাপক অবকাঠামো, দারিদ্র্য বিমোচন এবং সকলের জন্য উপযুক্ত কাজ’ শীর্ষক অধিবেশনে
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলডিসিগুলির মুখোমুখি কাঠামোগত প্রতিবন্ধকতা এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক ধাক্কা এবং সংকটের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা কীভাবে তৈরি করা যায় তা তুলে ধরা হয়।
অধিবেশনে ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের বক্তা উপস্থিত ছিলেন।























