সংবাদ শিরোনাম ::
বন্দুক হামলায় ব্রিটেনে মৃত ৬
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৪:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ২৪৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ব্রিটেনের প্লাইমাউথে এক বন্দুক হামলার ঘটনায় বন্দুকধারীসহ ছয়জন মারা গিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা এক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিদেশি সংবাদসংস্থা
জানিয়েছে, তিনজন নারী, দুইজন পুরুষ এবং সন্দেহভাজন ব্যক্তি মৃত্যু ঘটেছে। সবাই গুলির আঘাতে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে লুক পোলার্ড নামে স্থানীয় একজন আইনপ্রণেতা জানিয়েছেন, মৃতদের মধ্যে অল্পবয়সী একজন তরুণীও রয়েছেন। হামলার এই ঘটনাকে তিনি অবর্ণনীয় ভয়ঙ্কর বলেও আখ্যায়িত করেন।
ব্রিটেনে বন্দুকের মালিকানা নীতি অনেক কঠোর এবং সারা বিশ্বের মধ্যে দেশটিতে বন্দুক হামলা ও এ সংক্রান্ত সহিংসতা ও হতাহতের ঘটনা খুবই কম। দেশটিতে এ ধরনের বন্দুক হামলার ঘটনাও খুবই বিরল।
























