ফ্লোটিলা থেকে তুরস্কের ৩০ নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী
- আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে সহায়তা পৌঁছাতে যাওয়া একটি ফ্লোটিলায় অভিযান চালিয়ে তুরস্কের অন্তত ৩০ নাগরিককে আটক করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজাগামী এই জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছালে ইসরাইলি নৌবাহিনী তা ঘিরে ফেলে। পরে যাত্রীদের জিজ্ঞাসাবাদের নামে তুরস্কের নাগরিকদের আটক করা হয়।
এ ঘটনায় আঙ্কারা তীব্র নিন্দা জানিয়েছে এবং আটক ব্যক্তিদের দ্রুত মুক্তির দাবি করেছে। তুরস্ক সরকার জানিয়েছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত করার একটি সুস্পষ্ট উদাহরণ।
বিবৃতিতে বলা হয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি নৌবাহিনীর কিছু সদস্যের হামলার পর গ্রেফতার হওয়া তুরস্কের নাগরিকদের বিষয়টি নিয়ে এই তদন্ত চলছে। খবর আল জাজিরা’র।
ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা (ইসরাইলের) ‘ক্রমবর্ধমান লুটপাট, বস্তুগত ক্ষতি এবং নির্যাতনের’ বিষয়টি খতিয়ে দেখবে।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী তুরস্কের মোট ৩০ জন নাগরিককে ধরে নিয়ে গেছে।
ফ্লোটিলার যাত্রায় বাধা দেয়ার পর ইসরাইলের ‘সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে, এই ঘটনা ‘গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না’ বলে আশা তাদের।
এদিকে, সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে বলেও জানা গেছে।
প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।




















