ফিরলেন ৯৮ হাজার ৭৪৬ হাজি, এবছর মৃতের সংখ্যা ১১৭জন
- আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন। এরপর ২ জলাই থেকে শুরু হয় ফিরতি হজ ফ্লাইট। এবছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ হজ যাত্রী সৌদি আরব যান। এদের মধ্যে ১১৭জন বাংলাদেশি হাজির মারা যান। তাদের ৯১ জন পুরুষ এবং নারী ২৬ জন। ধর্ম মন্ত্রক তথ্য জানায়।
যার মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ৮, মিনায় ৯, আরাফাতে ২, জেদ্দায় ২ এবং মুজদালিফায় ১ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। বুধবার দিবাগত রাত পর্যন্ত সৌদি আরব থেকে হজ পালন শেষে ৯৮ হাজার ৭৪৬ জন হাজি দেশে ফিরেছেন। তারা সবাই সুস্থ রয়েছেন। মঙ্গলবার পর্যন্ত ২৬০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেরা জমজমের জল পরিবহন করতে পারবেন না।
দেশে ফিরে আসা প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের জল সরবরাহ করা হয়। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, ২জুলাই এবং শেষ আগাগামী ২ আগস্ট। এবছর হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। হজ অফিস জানায়, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১২৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৯৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪০টি।
হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনা পরবর্তি হজ খরচা বেড়ে যাওয়ায় দফায় দফায় সময় বাড়িয়েও চলতি বছর বাংলাদেশের হজ কোটা পূরণ হয়নি।




















