পেট্রাপোলে ৩ কোটি রুপির স্বর্ণসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের পেট্রাপোল সীমান্তে পণ্য বোঝাই ট্রাক থেকে ৩ কোটি ১২ লাখ রুপির সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা সম্রাট গ্রেফতার করা হয় ট্রাক চালককে। তার নাম সম্রাট বিশ্বাস।
গোপন সূত্রে খবরে সন্দেহভাজন পাচারকারী পেশায় ট্রাক চালক। সে ভারত থেকে নিয়মিত পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে যায়। শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশে ট্রাক খালি করে ভারতে ফিরছিল। এ সময় বেনাপোল থেকে আসা সন্দেহজনক ট্রাকটি আটক করে বিএসএফ জওয়ানরা। তল্লাশির সময়, ট্রাকে লুকানো ২১টি সোনার বিস্কুট উদ্ধার করে জওয়ানরা।
ট্রাকে আরও বিস্কুট থাকতে পারে। কোম্পানি কমান্ডার স্থানীয় মেকানিক ডেকে ট্রাকের ইঞ্জিন খুলে তল্লাশি চালান। যেখান থেকে আরও ২৪টি সোনার বিস্কুট বেরিয়ে আসে। মোট ৪৫টি সোনার বিস্কুট উদ্ধার হয় বলে জানিয়েছে বিএসএফ। যার বর্তমান বাজারে মূল্য ৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।



















