পুলিশের দায়িত্ব অবহেলা অভ্যাসের পরিণত হয়েছে: চিত্রনায়ক কাঞ্চন
- আপডেট সময় : ০৭:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
এক সময় বক্স অফিস মাতিয়েছেন তিনি। ঢাকাই সিনেমার এই দাপুটে নায়কের ভক্তের সংখ্যা বেশ। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যুর পর প্রচণ্ড আঘাত পান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এ ঘটনার পর থেকেই নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দাবিতে মাঠে নামেন। দীর্ঘ সময় ধরে তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত। নিরলস কাজ করে যাওয়া মানুষটি বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধে সরকার এবং ট্রাফিক পুলিশের ভূমিকায় অসন্তুষ্টি।
১ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অসন্তুষ্টির কথা প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন।
আইন করা এবং আইন বাস্তবায়ন করা যাদের দায়িত্ব তারা তা করছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সাইন দেওয়া আছে ৬০ কিলোমিটার গতিতে চলার জন্য। সেখানে ১০০ কিলোমিটার গতিতে গাড়ি চলছে। দেখার কেউ নেই, এই দায়িত্বটা কার? পুলিশ কী এখানে দায়িত্ব পালন করছে? না করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে।
ইলিয়াস কাঞ্চন বলেন, অন্যান্য দেশগুলো যদি সড়ক দুর্ঘটনা কমাতে পারে তাহলে আমরা কেন পারব না? আমাদের মন্ত্রীরা বলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে! কপালে লেখা, আমাদের করার কিছু নাই। এগুলো সংসদে বলেছেন। ২০১০ সালে জাতিসংঘ বলল, এটা কোনো অসুখ না। এটা মানুষের সৃষ্ট একটা সমস্যা।
সংবাদ সম্মেলনে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। দেশব্যাপী সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন, চালক প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক কর্মশালা, যানবাহনের গতিসীমা নির্ধারণ সংক্রান্ত গোলটেবিল, মতবিনিময় কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সড়ক পরিবহন আইন ২০১৮-এর প্রচুর সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আইনে গতিসীমা লঙ্ঘনে শাস্তির বিধান বর্ণিত থাকলেও গতিসীমা নির্ধারণ হয়নি।




















