পিছিয়ে গেলো বই মেলা, নির্বাচন শেষে অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ১০:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
২৬-এর ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই মাসে রমজান মাসের শুরুকে কেন্দ্র কওে চলতি বছরের ১৭ ডিসেম্বও পর্দা ওঠার ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।
অবশেষে তা আর হচ্ছে না। পিছিয়ে গেলো প্রাণের মেলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে নির্বাচন পরবর্তী সময়ে ঐতিহাসিক অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।
প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।
এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ নির্ধারণ করা হয়েছিল।




















