সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের ওপর অচেনা ড্রোন
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত।
পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওপর একটি অচেনা ড্রোন দেখা গেছে। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে
ইসলামাবাদের ভারতীয় স্থাপনায় এই দৃশ্য দেখা গেছে। শুক্রবার এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন ড্রোনটি দেখা গেলেও বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি। ভারতের মিনিস্ট্রি অফ
এক্সটার্নাল এফেয়ার্স জানিয়েছে, ২৬ জুন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণে একটি ড্রোন দেখা গেছে।
পাকিস্তান ঘটনাটি তদন্ত করবে এবং এরকম সুরক্ষা লঙ্ঘন প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করে মিনিস্ট্রি।























