নির্বাচনে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘ
- আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ২১০ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে বাংলাদেশকে বাংলাদেশ সহযোগিতা করতে আগ্রহী জাতিসংঘ। নির্বাচনে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ ।
মঙ্গলবার দেশটির বিদেশমন্ত্রকের সচিব পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
লুইস বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব। তবে আমরা নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না।
লুইস বলেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ, কিভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন ছাড়াও সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আজ বুধবার চট্টগ্রাম যাবে।
সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন তথা রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।




















