ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

নির্জন বাউল মন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সগরিকা জামালী 

নির্জনতায় মগ্ন হয়ে মনে হয় যেন মনে মনে আকাশ ছুঁয়ে আসি । উঁচু পাহাড়ের চুড়ায় উঠে পরান খুলে হাসি । ডানা মেলা সাদা মেঘ গুলোকে জড়িয়ে ধরে হাওয়ায় হাওয়ায় ভাসি । পাগলামোটাকে বাড়িয়ে দিয়ে আমার ইচ্ছে ডানা গুলোকে অবিরাম বৃষ্টিতে ভেজায় ।

মন, তুই এমন কেন ? তোর তো আছে ইচ্ছে ডানা । স্বপ্ন মেখে , পাগলামোকে সঙ্গে নিয়ে যেখানে সেখানে উড়ে যা না ! যেথা যাবি সেথা থেকে কুড়িয়ে নিবি মুক্ত দানা, বুড়ির সুতো , শিমুল তুলো আর যা পাবি সবই নে না !

তারপর তুই যাবি অনেক দূর সীমানার পার । নির্জনতায় ভরপুর কোন নিকোনো উঠোন -যেখানে তুলসী তলায় নিরন্তর জ্বলে অগ্নি শিখা । পাশে পাবি কোন সবুজ জলার জলজ গন্ধ মাখা ঠান্ডা শীতল ভোর ।

পাগলামোকে থামাবিনা ! চলতে থাকা পায়ে নিবি বেঁধে নতুন কোন ছন্দ । গলায় নিবি দশ বেহালার করুণ সুর , দেখবি তখন কেমন হবে তোর সারা বেলা , তোর সকল নির্জনতায় খুঁজে পাবি বাউল পাগল মন অথবা বৈরগীর গেরুয়া রঙের চাদর খানা ।

ও তুই এমন কেন রে অবুঝপানা ? গায়ে জড়া না ওই চাদর খানা ! অনুভবে দেখবি- কত সোহাগ আর মন ভোলানো , ঘর ছাড়ানো ধুনোর গন্ধ মাখা এক রাশ পাগলপারা বাউল যেন রে তুই ।

তোর আকাশের ছন্দ নিয়ে , দশ বেহালার সুর নিয়ে , মুক্তদানা, বুড়ির সুতো , শিমুল তুলো সব কিছুকে ছড়িয়ে দিয়ে , বাউল মনকে সঙ্গে নিয়ে , নির্জনতার আবেশ নিয়ে, শিশির ভেজা ঘাসে দে না তুই পা ডুবিয়ে ! যেথায় খুশি সেথায় যাবি , করবে না কেউ মানা ।

মা দেবে না কোন যে ডাক, পাড়া পড়শী সবাই অবাক ! পাগল যে তুই , সবাই জানে ।কিন্তু আবার কেউ জানে না তোর যে আছে ইচ্ছে ডানা । জ্যোৎস্নাতে তুই গা ভেজাবি মনের সুখে ।সর্ষে ক্ষেতের নীল সীমানায় যেতে পারিস এক নিমেষেই ।

পাল তুলে দে মনের হাওয়ায় , বাজবে যে তোর একতারার সুর, দেখবি চেয়ে তোর পরান তরী – আপনি ভাসবে, ঢেউ খেলাবে শীর্ণ নদীর মাঝ খানেতে। তুই যে ভারী বেজায় পাগল , তুই কেন ভুলিস যে তুই বাউল পাগল ? তোর তো আছে ইচ্ছে ডানা ।

সগরিকা জামালী : রবীন্দ্র সঙ্গীত শিল্পী, গবেষক, লেখক ও  উপস্থাপক,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্জন বাউল মন

আপডেট সময় : ০৯:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

সগরিকা জামালী 

নির্জনতায় মগ্ন হয়ে মনে হয় যেন মনে মনে আকাশ ছুঁয়ে আসি । উঁচু পাহাড়ের চুড়ায় উঠে পরান খুলে হাসি । ডানা মেলা সাদা মেঘ গুলোকে জড়িয়ে ধরে হাওয়ায় হাওয়ায় ভাসি । পাগলামোটাকে বাড়িয়ে দিয়ে আমার ইচ্ছে ডানা গুলোকে অবিরাম বৃষ্টিতে ভেজায় ।

মন, তুই এমন কেন ? তোর তো আছে ইচ্ছে ডানা । স্বপ্ন মেখে , পাগলামোকে সঙ্গে নিয়ে যেখানে সেখানে উড়ে যা না ! যেথা যাবি সেথা থেকে কুড়িয়ে নিবি মুক্ত দানা, বুড়ির সুতো , শিমুল তুলো আর যা পাবি সবই নে না !

তারপর তুই যাবি অনেক দূর সীমানার পার । নির্জনতায় ভরপুর কোন নিকোনো উঠোন -যেখানে তুলসী তলায় নিরন্তর জ্বলে অগ্নি শিখা । পাশে পাবি কোন সবুজ জলার জলজ গন্ধ মাখা ঠান্ডা শীতল ভোর ।

পাগলামোকে থামাবিনা ! চলতে থাকা পায়ে নিবি বেঁধে নতুন কোন ছন্দ । গলায় নিবি দশ বেহালার করুণ সুর , দেখবি তখন কেমন হবে তোর সারা বেলা , তোর সকল নির্জনতায় খুঁজে পাবি বাউল পাগল মন অথবা বৈরগীর গেরুয়া রঙের চাদর খানা ।

ও তুই এমন কেন রে অবুঝপানা ? গায়ে জড়া না ওই চাদর খানা ! অনুভবে দেখবি- কত সোহাগ আর মন ভোলানো , ঘর ছাড়ানো ধুনোর গন্ধ মাখা এক রাশ পাগলপারা বাউল যেন রে তুই ।

তোর আকাশের ছন্দ নিয়ে , দশ বেহালার সুর নিয়ে , মুক্তদানা, বুড়ির সুতো , শিমুল তুলো সব কিছুকে ছড়িয়ে দিয়ে , বাউল মনকে সঙ্গে নিয়ে , নির্জনতার আবেশ নিয়ে, শিশির ভেজা ঘাসে দে না তুই পা ডুবিয়ে ! যেথায় খুশি সেথায় যাবি , করবে না কেউ মানা ।

মা দেবে না কোন যে ডাক, পাড়া পড়শী সবাই অবাক ! পাগল যে তুই , সবাই জানে ।কিন্তু আবার কেউ জানে না তোর যে আছে ইচ্ছে ডানা । জ্যোৎস্নাতে তুই গা ভেজাবি মনের সুখে ।সর্ষে ক্ষেতের নীল সীমানায় যেতে পারিস এক নিমেষেই ।

পাল তুলে দে মনের হাওয়ায় , বাজবে যে তোর একতারার সুর, দেখবি চেয়ে তোর পরান তরী – আপনি ভাসবে, ঢেউ খেলাবে শীর্ণ নদীর মাঝ খানেতে। তুই যে ভারী বেজায় পাগল , তুই কেন ভুলিস যে তুই বাউল পাগল ? তোর তো আছে ইচ্ছে ডানা ।

সগরিকা জামালী : রবীন্দ্র সঙ্গীত শিল্পী, গবেষক, লেখক ও  উপস্থাপক,