নিখরচায় অক্সিজেন, ছাত্রলীগের মানবিক উদ্যোগ
- আপডেট সময় : ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
মানবিক উদ্রোগ নিয়ে মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছাত্রলীগ। স্থানী কারো অক্সিজেনের প্রয়োজন হলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুত পৌছে যাচ্ছেন তারা। তাদের এই অনুকরনীয় উদ্যোগ প্রশংসা এলাকাবাসীর।
জানা গিয়েছে, স্থানীয় আউলিয়া বাজারে শুক্রবার রাত ৯টায় উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা ও করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহাবুব হোসেন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা ও প্রতিরোধক বুথ চালু করা হয়েছে। অক্সিজেন সেবার জন্য
হটলাইনে মোবাইল ফোন নম্বর দেওয়া রয়েছে। অক্সিজেন প্রয়োজনে হটলাইনে ফোন করলেই তাদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হানিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবির
আহমেদ উসমান, খায়রুল আলম, সাগর সিরাজী, তামিম, সাব্বির আহমেদ, ইরফান মাহমুদ, শিপন ভূইয়া, রহমতুল্লাহ বাবু প্রমুখ।























