ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি গুম কমিশন গঠন স্থগিত, শক্তিশালী মানবাধিকার কমিশনই নেবে দায়িত্ব রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের ইসির প্রতীক তালিকায় ফিরলো শাপলা কলি, পাচ্ছে এনসিপি ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৫ শুভ-অমিতোষ জুটি চ্যাম্পিয়ন ঐকমত্য কমিশন প্রতারণা করেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দিওয়ালিতে কার্বাইড গান বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর জাতীয় নির্বাচন  পিছিয়ে গেলেও আগে গণভোট চায় জামায়াত সোনা রঙ ধানে আলোকিত মাঠ সিলেটে কৃষকের মুখে হাসি

নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আটটি দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তারা পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গণভোট ছাড়া জুলাই জাতীয় সনদ আইনগত টেকসই ভিত্তি পাবে না। তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। একইসঙ্গে তারা সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) দ্রুত কার্যকর করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, কালো টাকার ব্যবহার, পেশিশক্তি ও ভোটকেন্দ্র দখল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

স্মারকলিপিতে আরও বলা হয়, নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে। তারা উল্লেখ করেন, “ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত হয়, সে লক্ষ্যে ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্মারকলিপি প্রদানের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি ইসি আমাদের দাবির আলোকে পদক্ষেপ নেবে, অন্যথায় আট দল ৩ নভেম্বর বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।”

এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের কাছে পাকামার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চে আটটি দলের নেতারা সমাবেশ করেন।

আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। তারা পাঁচ দফা দাবি নিয়ে যৌথভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আটটি দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তারা পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, গণভোট ছাড়া জুলাই জাতীয় সনদ আইনগত টেকসই ভিত্তি পাবে না। তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। একইসঙ্গে তারা সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) দ্রুত কার্যকর করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, কালো টাকার ব্যবহার, পেশিশক্তি ও ভোটকেন্দ্র দখল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

স্মারকলিপিতে আরও বলা হয়, নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে। তারা উল্লেখ করেন, “ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত হয়, সে লক্ষ্যে ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্মারকলিপি প্রদানের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি ইসি আমাদের দাবির আলোকে পদক্ষেপ নেবে, অন্যথায় আট দল ৩ নভেম্বর বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।”

এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের কাছে পাকামার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চে আটটি দলের নেতারা সমাবেশ করেন।

আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। তারা পাঁচ দফা দাবি নিয়ে যৌথভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।